স্টাফ রিপোর্টার ॥ সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও জাতীয় সমাজন্ত্রাতিক দল-জাসদ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফী। বর্তমানে তিনি ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। একই হাসপাতালে তার স্ত্রীও চিকিৎসাধীন রয়েছেন। অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফী’র বন্ধু ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ আবুল কালাম চৌধুরী গতকাল রবিবার রাত দৈনিক হবিগঞ্জের মুখকে জানান, অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফীর শ্বাস প্রশ্বাসের সমস্যাসহ করোনার উপসর্গ রয়েছে। গতকাল রাতে নমুনার রিপোর্টে তার পজেটিভ এসেছে। তার শারীরিক অবস্থার নিশ্চিতের জন্য আজ আবারও পরীক্ষা করা হবে। তিনি আরো বলেন- তাজ উদ্দিন সুফীর সহধর্মীনিরও গতকাল রাতের রিপোর্টে করোনার পজেটিভ এসেছে। তাকেও চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এছাড়াও করোনায় আক্রান্ত অ্যাডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতুর অবস্থা আগের চেয়ে কিছুটা পরিবর্তন হয়েছে। তিনি আশা করেন ৩/৪ দিনের মধ্যে অ্যাডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতু পুরোপরি সুস্থ হয়ে উঠবেন।
অধ্যাপক ডাঃ আবুল কালাম আরো জানান, করোনায় আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের সাবেক চেয়ারম্যান ডাঃ কামরুল হাসান তরফদারের অবস্থা তেমনটা পরিবর্তন হয়নি। তার সুস্থ হতে একটু সময় লাগবে। ডাঃ আবুল কালাম চৌধুরী তার দু’বন্ধু যথাক্রমে অ্যাডভোকেট তাজ উদ্দিন সুফী, তার স্ত্রী, অ্যাডভোকেট শেখ ফরহাদ এলাহী সেতুসহ ডাঃ কামরুল হাসান তরফদারের সুস্থতা কামনায় হবিগঞ্জসহ দেশবাসীর দোয়া চেয়েছেন। এদিকে হবিগঞ্জের বিশিষ্ট কবি ও সাহিত্যিক বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকী হারুনও করোনা ভাইরাসে আক্রান্ত। তার শরীরে হালকা জ্বর, শ্বাস-প্রশ্বাসের সমস্যা রয়েছে। তিনি ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন। তিনিও সুস্থতা কামনায় হবিগঞ্জ জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।