এস এম খোকন ॥ অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেছেন ভালো থাকতে হলে আগে নিজে ভাল হোন। দাঙ্গাসহ সকল প্রকার অপরাধ থেকে দূরে থাকুন। মনে রাখবেন অপরাধ মূলক যে কোন কাজে জড়িয়ে পড়লে আইন আপনাকে ক্ষমা করবে না। অন্যকে দোষারোপ করার পূর্বে নিজের খবর নিন তাহলেই দেখবেন সমাজ থেকে দাঙ্গাসহ সকল প্রকার অপরাধ প্রবণতা কমে গেছে। আপনাদের জানমালের নিরাপত্তা রক্ষায় পুলিশ সর্বদা তৎপর। এ সময় গ্রামবাসী দাঙ্গাসহ সকল অপরাধ থেকে দূরে থাকার অঙ্গিকার করেন। ২৩ আগস্ট রোববার বিকালে বানিয়াচং উপজেলা সদরের মজলিশপুর গ্রামবাসীর সাথে বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও এসআই আব্দুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং থানার ওসি (তদন্ত) প্রজিত কুমার দাশ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, এসআই ছাত্তার, মজলিশ মহল্লার মুরুব্বি শাহেদ আলী, ইউপি সদস্য তৌহিদুল মাম্মদ, আনুয়ারুল হক, শামছুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন মজলিশপুর মহল্লার বিশিষ্ট মুরুব্বী ডাঃ উমেদ আলী।
সভায় ৪ শতাধিক লোক অংশ নেন। সভা শেষে প্রধান অতিথি হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম’র পক্ষ থেকে মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন।