স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য মরহুম জাহের মিয়া ফকিরের স্মরণে রবিবার সকালে প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, রোকনউদ্দিন লস্কর, সিনিয়র সাংবাদিক আইয়ুব খাঁন, হিরেশ ভট্টাচার্য, মিজানুর রহমান অনিক, কে.এম সামসুল হক, মোঃ অলিদ মিয়া, রাজিব দেব রায় রাজু, কাউসার আহম্মেদ, আলমগীর কবির, সুব্রত রায় ও মরহুম জাহের মিয়া ফকিরের বড় ছেলে রোকনউদ্দিন প্রমূখ। পরে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা মির্জা হাসান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com