সুমন আহমেদ বিজয়/নিতেশ দেব ॥ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ উদযাপনের লক্ষে লাখাইয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২টার সময় লাখাই উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মোড়াকরি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, মুড়িয়াউক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, লাখাই উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও স্থানীয় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় উদযাপন ও সফল করার লক্ষে বিভিন্ন কমিটি গঠন ও কর্মসুচি গ্রহণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com