মোঃ আলাল মিয়া,নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় ইউপি সদস্যসহ ১০ জন লোক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১১ মে) ইফতারের প্রায় ২০ মিনিট পুর্বে। আহত সুত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৬ টায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য আজিম উদ্দিনসহ কয়েকজন লালাপুর গ্রামের জাবেদ আহমদের বাড়িতে ইফতারের দাওয়াত খেতে রওনা দেন। পথিমধ্যে প্রজাতপুর জামে-মসজিদের পাশে পৌছামাত্র একদল সন্ত্রাসী তাদের উপর হামলা করে। এসময় সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্যসহ তার সাথে থাকা লোকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতরা হলেন, আজিজুর রহমান (৫০), নুর আলী (৪০), রুবেল (২০), নোলক (২৬), আইনুল মিয়া (১৮), শিবলু মিয়া (৩০), রবিউল মিয়া (৩৫),সোফায়েল (২৭), অন্যান্য আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। এব্যাপারে ইউপি সদস্য আজিম উদ্দিন বলেন, জাহাঙ্গীর আলম বানেছ নামে স্থানীয় সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। ইউপি সদস্য আরো বলেন, এই সন্ত্রাসী টাকা পয়সার জন্য বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল। জাহাঙ্গীর আলম বানেছের নামে থানায় জিডি ও করেছেন তিনি। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সামছুদ্দিন খান বলেন, খবর পেয়েছি দু’টি পক্ষ সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছেল। আমি সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করি। ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ বলেন, ইউপি সদস্য আজিম উদ্দিনের উপর হামলা করা সঠিক হয়নি। চেয়ারম্যান হিসেবে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, আমরা প্রশাসনকে সাথে নিয়েই বিষয়টি দেখছি। খোঁজ নিয়ে জানা যায় ইউপি সদস্য আজিম উদ্দিনের উপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।