স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌর যুবলীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক আবুল কাশেম রুবেল এর ব্যক্তিগত উদ্যোগে হবিগঞ্জ জেলা সংবাদ পত্র হকার্স সমিতির সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী উপহার দেয়া হয়েছে। গতকাল দুপুরে সংবাদপত্র হকার্স সমিতির নেবৃবৃন্দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় উপস্তিত ছিলেন হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন সম্মানিত সভাপতি মোঃ সামছু মিয়া, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক এম এম সুরুজ আলী, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলুয়ার খান, যুবলীগ নেতা আবু সুফিয়ান, শিমুল খান, জেলা সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি কামাল খান, সাধারণ আশরাফুল আলম সবুজ প্রমূখ। এ সময় বক্তারা বলেন- করোনা পরিস্থিতিতে কারণে সংবাদপত্র হকার অনেকটা বেকাত্ব জীবন যাপন করছেন। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে তারা অনেকটা মাবেতর জীবন যাপন করছেন। সংবাদপত্র হকারদের পাশে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান তারা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com