স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সরকারিভাবে বোরো ধান চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সদরে সদর উপজেলা খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এসময় জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুস সালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ বছর জেলার ৯টি উপজেলায় সরকারিভাবে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ২১ হাজার ৬৮ মেট্রিক টন এবং চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ২৫৭ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। এর মাঝে আতপ চাল ৪ হাজার ৯৫ মেট্রিক টন এবং সেদ্ধ চাল ১০ হাজার ১৬২ মেট্রিক টন। সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা, আতপ চাল ৩৫ টাকা ও সেদ্ধ চাল প্রতি কেজি ৩৬ টাকা।
এমপি আবু জাহির বলেন, ধান-চাউল সংগ্রহে যাতে অনিয়ম-দুর্নীতি না হয় সেজন্য সকলকে খেয়াল রাখতে হবে। সে ব্যাপারে কড়া নজরদারী রাখা হবে। কোন ধরণের অনিয়মের খবর কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ তমিজ উদ্দিন খান হবিগঞ্জ জেলায় এ বছর ১ লাখ ২০ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এর মধ্যে হাওর এলাকায় ৪৬ হাজার ৩৬০ হেক্টরে এবং অন্যান্য এলাকায় ৭৭ হাজার ৪৪০ হেক্টর। হাওর এলাকার ধানের প্রায় ৮০ শতাংশ এবং অন্যান্য এলাকার ৩৮ শতাংশ ধান কাটা হয়েছে। আশা করা যাচ্ছে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ২০ মের মধ্যে সম্পূর্ণ বোরো ধান কাটা সম্ভব হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com