নিজস্ব প্রতিনিধি।। বাহুবল উপজেলার মিরপুর ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন লিয়াকত এর নামে ত্রাণ বিতরণের অনিয়মের মিথ্যা অপবাদ দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে মিরপুর ইউনিয়নে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টার দিকে মিরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ সদস্যরা এই প্রতিবাদ সভার আয়োজন করেন। মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জিতু মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সহ- সভাপতি আসকার আলী, ৭নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান বশির, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল গফফার মিলাদ, মিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি চাঁন খা, দত্তপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ড আওয়ামীগীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহির মিয়া, ইউপি সদস্য আফরুজ আলী, তালুকদার, অমরিত মেম্বার, খলিলুর রহামান, দরবেশ আলী, বাবুল মিয়া, দিদার আলী, রাজিয়া খাতুন, মিনারা খাতুন, সভায় অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মিরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মিয়া, মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ- সভাপতি তারেক মিয়া, মোঃ আব্দাল মিয়া, কলেজ ছাত্র লীগের আহবায়ক ওয়াহিদ প্রমুখসহ উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় উপজেলা আওয়ামিলীগের সহ- সভাপতি ও শ্রমিক নেতা আসকার আলীসহ উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, এ রকম ন্যাক্কারজনক ঘটনা তার একার না, আমাদের সবার জন্য লজ্জার, চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়নের ধারাবাহিকতাকে ব্যাহত করার জন্য কিছু কুচক্রী মহল মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সাইফুদ্দিন লিয়াকতের কোন বিকল্প নেই। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা সুষ্ঠু বিচারে প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য মিরপুর ইউনিয়ন চেয়ারম্যান সাইফুদ্দিন লিকয়াকত এর ত্রাণ বিতরণের মিথ্যা অপবাদ দিয়ে স্থানীয় ফেইসবুকে বিভিন্নভাবে অপপ্রচার করে আসছিল একটি কুচক্রী মহল । এনিয়ে উপজেলার দলীয় নেতাকর্মীদের ক্ষোভ দেখা দেয়। ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন বলেন, ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতাকে ব্যাহত করার জন্যই কুচক্রী মহল এ মিথ্যা অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।