স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলায় সরকারিভাবে বোরো ধান চাউল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মিজানুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান, কাউন্সিলর জাহির উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, এ বছর জেলার ৯টি উপজেলায় সরকারিভাবে ধান সংগ্রহ হচ্ছে ২১ হাজার ৬৮ মেট্রিক টন এবং চাউল সংগ্রহ করা হচ্ছে ১৪ হাজার ২৫৭ মেট্রিক টন। এর মাঝে আতপ ৪ হাজার ৯৫ মেট্রিক টন এবং সিদ্ধ ১০ হাজার ১৬২ মেট্রিক জন।
এ বছর সরকারিভাবে ধানের দাম নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা কেজি এবং আতপ চাল ৩৫ টাকা এবং সেদ্ধ চাল প্রতি কেজি ৩৬ টাকা। জেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুস সালাম এই তথ্য জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com