নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এমপির অর্থায়নে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস নমুনা সংগ্রহ করার জন্য ডক্টরস চেম্বার বুথ এর উদ্বোধন করেন সংসদ সদস্য শাহ নেওয়াজ মিলাদ গাজী। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এর উদ্বোধন করা হয়। এখন থেকেই প্রতিনিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্তান্ত সন্দেহ রোগিদের নুমনা সংগ্রহ করা হবে। ডক্টরস বুথ উদ্বোধকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবাদুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, আর.এম.ও চম্পক কিশোর সাহা, ডাঃ ইমরান আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দাল করিম, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, সাংবাদিক মতিউর রহমান, ছনি চৌধুরী, মোঃ হাসান চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ বাবুল আহমেদ প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com