জামাল মোঃ আবু নাছের : করোনার দুর্যোগ পরিস্থিতিতে সুনামগঞ্জ জেলায় ২৭০০ দরিদ্র ও অসহায় মানুষকে খাদ্য সহায়তা প্রদানের কার্যক্রম শুরু করেছে বেসরকারি সংস্থা ‘আশা’। প্রশাসনের মাধ্যমে এই সহায়তা সামগ্রী বিতরণ করা হবে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের কাছে ৫০০ ব্যাগ খাদ্যসামগ্রী হস্তান্তর করে এ সংস্থাটি। জেলা প্রশাসকের পক্ষে এগুলো গ্রহণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহুল চন্দ। এ সময় উপস্থিত ছিলেন আশার সিলেটের অতিরিক্ত বিভাগীয় কর্মকর্তা মো. কামরুল হাসান, জেলা কর্মকর্তা পূর্ণেন্দু গোস্বামী, রিজিওন্যাল ম্যানেজার মো. আমিনুল ইসলাম প্রমুখ। আশার সিলেটে অতিরিক্ত বিভাগীয় কর্মকর্তা মো. কামরুল হাসান জানায়, সারা দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ২০০ ব্যাগ করে খাদ্যসামগ্রী বিতরন চলমান রয়েছে। প্রদত্ত সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল ও ১ কেজি লবন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com