স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা দায়রা জজ এজলাসে এক আসামির হাতে আরেক আসামি খুন হওয়ার ঘটনায় সারা দেশের ন্যায় হবিগঞ্জ আদালতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলা ও দায়রা জজ এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিরাপত্তার স্বার্থে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আদালতের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সন্দেহজনক লোকদেরকে তল্লাশি করে আদালতের ভিতরে প্রবেশ করতে দেন। তবে এতে অনেকেই বিব্রতকর বোধ করেন এবং পুলিশের সাথে বেশ কয়েকজনের কথা কাটাকাটি হয়। এ নিয়ে গতকাল সারা আদালত প্রাঙ্গণ ছিল নিরাপত্তার চাদরে ঢাকা।
এ ব্যাপারে কোর্টের দায়িত্ব প্রাপ্ত সিএসআই সিরাজ উদ্দিন বলেন, ‘কুমিল্লার আদালতে এ রকম একটি ঘটনার ফলে আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন বিচারক ও মানুষের জানমালের নিরাপত্তার স্বার্থে তল্লাশী অব্যাহত থাকবে।’।
প্রসঙ্গত, গত ১৫ জুলাই দুপুরে কুমিল্লায় অতিরিক্ত দায়রা জজ ফাতেমা ফেরদৌসের এজলাসের খাসকামড়ায় আসামি আবুল কালাম অপর আসামি ফারুককে ছুরিকাঘাতে হত্যা করে। এ ঘটনায় সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।