রুনা আক্তার স্বপ্না
মানুষের নামধারী এ কেমন জানোয়ার,
মানব চরিত্রে দেখি প্রকাশ হায়েনার।
মানুষ গড়ার কারিগরের বুকে কলঙ্ক পাপ,
এ সব কুলাঙ্গার দেশের অভিশাপ।
সুন্নতি লেবাসের আড়ালে এ কোন পাপিষ্ঠ শয়তান,
পাক আর নাপাক এর এক জঘন্য মিশ্রণ,
কন্যাসম ছাত্রী বধিতে কাঁপিলনা বুক থামিলনা হাত।
পাশবিকতার যাঁতাকলে প্রাণ দিল নুসরাত।
ধিক তারে শত ধিক, হে পাপিষ্ঠ ইবলিস,
মানুষ নামধারী আছে এমন যতো জঘন্য খবিস,
বাংলার হৃদয় উনুনে জ্বলছে প্রতিশোধ এর অনল,
বাতাসে ভাসছে নুসরাত এর প্রতিবাদী দীর্ঘশ্বাস।
প্রধানমন্ত্রীর কাছে এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই,
‘রক্ষক হয় ভক্ষক’ এই অভিশাপ থেকে মুক্তি চাই।
প্রতিটি ধর্ষকের বুক কেঁপে উঠবে এমন বিচার চাই,
মানুষরুপী এমন কুলাঙ্গার মুক্ত সোনার বাংলা চাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com