তাকওয়া দ্বীন সাইফ হবিগঞ্জ শহরের পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী। স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখার পাশাপাশি শুরু হয় নৃত্যের প্রশিক্ষণ। পাশাপাশি চলতে থাকে চিত্রাঙ্কন ও সঙ্গীতের চর্চা। ২০১৮ সালে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে ৩০টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে লোকনৃত্যে চ্যাম্পিয়ন হয় সাইফ। ২০১৯ সালে বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত রবীন্দ্র নজরুল অঞ্চলভিত্তিক নৃত্যে জেলা পর্যায়ে ১ম স্থানসহ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সৃজনশীল নৃত্য, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি চাই অর্গানিজেশন ফর দ্যা রেকগনিশন অফ বাংলা অ্যাজ এ্যান অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস্ হবিগঞ্জ শাখা আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার লাভ করে। তাকওয়া বিটিভির নিয়মিত অনুষ্ঠান আনন্দ ভূবনে নৃত্য পরিবেশনসহ বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিভার স্বাক্ষর রাখে। তাকওয়া জানায়, জাতীয় পর্যায়ে ভরত নাট্যম, ওডিসি অর্থাৎ শাস্ত্রীয় নৃত্যে প্রতিদ্বন্দ্বিততা করতে সে নিয়মিত চর্চা করে যাচ্ছে। তার অবসর সময় কাটে ছবি আঁকাআঁকি করে। তার প্রিয় খাবার ফল, প্রিয় ফুল দোলন চাঁপা, প্রিয় রঙ গোলাপী, প্রিয় পোশাক থ্রিপিস। তার প্রিয় ব্যক্তিত্ব বাবা-মা। তাকওয়া বর্তমানে স্বনামধন্য প্রশিক্ষক গৌতম দাশের কাছে নৃত্য, অসীম বণিকের কাছে চিত্রাঙ্কন ও বেলাল আহমেদের কাছে গানের তালিম নিচ্ছে। তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী আবুল ফজল মোঃ সাইফুদ্দিন জাবেদ আর মা শায়লা পারভিন একজন স্বনামধন্য আইনজীবী। বিজ্ঞানের আবিস্কার তাকওয়ার ভাল লাগে। তাই সে ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখে। এজন্য সে সকলের দোয়া ও আশির্বাদ কামনা করেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com