স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলা বিএনপির দুটি গ্রুপের আলাদা বর্ধিত সভা আলাদা স্থানে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দুটি বর্ধিত সভা নিয়ে সকাল থেকে টানটান উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ¦ শেখ সুজাত মিয়া ও নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরীর নেতৃত্বে দলের বর্ধিত সভা নবীগঞ্জ শহরস্থ গোল্ডেন প্লাজায় অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের নেতৃত্বে বিদ্রোহী গ্রুপের সভা শহরের ছালামতপুরস্থ হাজারী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি শেখ সুজাত মিয়ার সভাপতিত্বে ও নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, যুগ্ম আহ্বায়কবৃন্দ যথাক্রমে ডাঃ আহমুদুর রহমান আবদাল, অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম, অ্যাডভোকেট এনামুল হক সেলিম, ইসলাম তরফদার তনু, আব্বাছ উদ্দিন, নবীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দের বক্তব্য রাখেন মুরশেদ আহমেদ, ডাঃ আব্দুল আলীম ইয়াছিনী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক যুবরাজ গোপ প্রমুখ।
অপরদিকে হাজারী কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুর পরিচালনায় বক্তব্য রাখেন পৌর সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, নবীগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমীর হোসেন, সহ সভাপতি মোঃ রজব আলী, বিএনপি নেতা শফিউল আলম, সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, তোফাজ্জল হোসেন, মজিদুর রহমান, নুরুল গণি চৌধুরী সুহেল, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী রিপনসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিবৃন্দ। এই বর্ধিত সভায় নবীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটি গঠনের কথা থাকলেও জেলা নেতৃবৃন্দ কোন কমিটি ঘোষণা না করে চলে যান। উভয় বর্ধিত সভায় নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের জন্য দাবি তোলা হয়। তবে জেলা নেতৃবৃন্দ শেখ সুজাত মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করেন। নবীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে গতকাল পৃথক দুটি বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ায় তাদের কোন্দল চরমে উঠেছে। যে কোন মুহূর্তে দুই গ্রুপের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া সংর্ষের আশঙ্কা রয়েছে।