স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ক্যান্সার আক্রান্ত দুই রোগীকে ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকার সহায়তা প্রদান করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। রোববার হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই চেক বিতরণ করেন। এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হাসান রুবেল, সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল আহাদ ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ কর্মকর্তাবৃন্দ ও আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাহায্য প্রাপ্তরা হলেন হবিগঞ্জ শহরের গোবিন্দ পার্ক এলাকার মৃত অমরেন্দ্র দাসের ছেলে অরুণ দাশ (৬০) ও কালিবাড়ি রোড এলাকার গোপাল রায়ের স্ত্রী রমা রায় (৪০)।
সমাজসেবা কর্মকর্তা আবু নাঈম মৃধা জানান, অরুন দাসের পক্ষে তার স্ত্রী মিতু দাস ও রমা রায়ের পক্ষে স্বামী গোপাল রায় চেক গ্রহণ করেন। সহায়তা প্রাপ্তরা জানান, অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসার জন্য সরকারি এই চেক তাদের জন্য অনেক উপকারে আসবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
বিতরণকালে এমপি আবু জাহির বলেন, বর্তমান সরকার মেহনতি মানুষের সরকার। অস্বচ্ছল মানুষদের তিন বেলা খাবার নিশ্চিত না করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে খাবার গ্রহণ করেন না। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে সকলের প্রতি অনুরোধ জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com