নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ শহরে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় পণ্যের মূল্য তালিকা টানিয়ে না রাখায় দুই হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের নেতৃত্বে এ আদালত পরিচালনাকালে শহরের ব্যস্ততম দাউদনগর বাজার মোড়ে বিদ্যুতের চার্জে চালিত অটোরিকশা টমটমগুলোকে দাঁড় না করানোর জন্য বলা হয়। অন্যথায় জরিমানা করা হবে। একইভাবে সড়কের উপরে বসে ফল, চটপটিসহ বিভিন্ন বিক্রেতাকে সতর্ক করে দেওয়া হয়েছে। তারা আবার বসলে জরিমানা করা হবে।
এদিকে দাউদনগর বাজারস্থ হোটেল আল সোহাগে বিক্রয় পণ্যের মূল্য তালিকা না টানিয়ে রাখা ও দইয়ের মোড়কে মূল্য লেখা না থাকায় ৩ হাজার এবং ধানসিঁড়ি হোটেলে বিক্রয় পণ্যের মূল্য তালিকা না টানিয়ে রাখায় ২ হাজারসহ মোট ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের পাশাপাশি উপজেলা অফিসের নাজির উস্তার মিয়া উপস্থিত ছিলেন।