চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সৎ ভাই ছোবান মিয়ার কোদালের আঘাতে গেদু মিয়া নামে অপর ভাই চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
মঙ্গলবার বিকেলে সিলেট কতোয়ালী থানা থেকে লাশ চুনারুঘাট থানায় আসলে নিহতের স্ত্রী রেহেনা খাতুন সন্ধ্যায় লাশ গ্রহণ করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী রেহেনা আক্তার বাদী হয়ে ছোবান মিয়াকে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
এর আগে গত ৭ জুলাই সকালে উপজেলার মিরাশী ইউনিয়নের ভোলারজুম গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র গেদু মিয়া (৪৫) ও সৎ ভাই ছোবান মিয়া (৩৭) মাছ ধরার জাল নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এক পর্যায়ে সৎ ভাই ছোবান মিয়া তার হাতে থাকা কোদাল দিয়ে গেদু মিয়ার মাথায় মারাত্মক জখম করে। এ সময় আশপাশের লোকজন গেদু মিয়াকে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে রেফার করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাজমুল হক জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। চুনারুঘাট থানার সেকেন্ড অফিসার অলক বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ আসামী ধরতে ভোলারজুম গ্রামে অভিযানে নেমেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com