স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের আসামপাড়া ও আমুরোড বাজারের ৬ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়। অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের দাম বেশি রাখায় আসামপাড়া বাজারের স্বপন স্টোরকে ৫ হাজার টাকা, পন্ডিত ভেরাইটিজ স্টোরকে ৩ হাজার টাকা, তানভীর ভেরাইটিজ স্টোরকে ২ হাজার টাকা, ব্রজলাল স্টোরকে ৪ হাজার টাকা, সোহেল স্টোরকে ৩ হাজার টাকা এবং আমুরোড বাজারের চার ভাই হোটেলকে হাইড্রোজ ও টেস্টিং সল্ট ব্যবহারের অপরাধে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পেঁয়াজ, রসুন ও চালের দাম তদারকি করা হয় এবং মিষ্টির প্যাকেটের ওজন ১৪০ গ্রাম থেকে ৮৫ গ্রামে কমিয়ে আনার জন্য পরামর্শ দেয়া হয়। অভিযানে সহায়তা করে চুনারুঘাট থানা পুলিশ।