অনুষ্ঠানে জনপ্রতিনিধির উপস্থিতি দেখে বিস্মিত হন ম্যাজিস্ট্রেট
মোঃ আলাউদ্দিন আল রনি ॥ মাধবপুরের কমলপুর গ্রামে ঘটা করে ছেলের সুন্নতে খৎনা করার অভিযোগে বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় এ জরিমানা করেন।
স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের কামাল মিয়া তার ছেলে’র সুন্নতে খৎনা করার তারিখ নির্ধারণ করেন ২৩ মার্চ। করোনা ভাইরাস প্রতিরোধে লোক সমাগমে সরকারি নিষেধাজ্ঞা থাকায় অনুষ্ঠান না করার জন্য প্রশাসন তাকে নিষেধ করে। কিন্তু কামাল মিয়া প্রশাসনের নিষেধ অমান্য করে রবিবার গরু জবাই করে প্যান্ডেল বানিয়ে অনুষ্ঠান আয়োজন করেন। অনুষ্ঠানে কয়েক শত লোকের সমাগম হয়। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আয়েশা আক্তার অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় কামাল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এসময় তিনি অনুষ্ঠানে কয়েকজন জনপ্রতিনিধির উপস্থিতি দেখে বিস্মিত হন।