মোঃ আলাউদ্দিন আল রনি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে সোমবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সূর্যোদয় পর্যন্ত ঔষধের দোকান ছাড়া সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। এছাড়া হাটবাজার,পাড়া, মহলায়, টিভি চ্যানেলের মাধ্যমে সিনেমা, গেমস, বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে গণজমায়েত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি তা অমান্য করে গণজমায়েত ঘটায় তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারান জানান- হোম কোয়ারেন্টিনে থাকা লোকজন নিয়ম-কানুন যথাযথভাবে না মানায় উপজেলায় সকল শ্রেণির জনগণের মধ্যে ভাইরাস সংক্রমণের হুমকি দেখা দিয়েছে। তাই করোনাভাইরাসের বিস্তার রোধে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপজেলার সকল হাটবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য দোকানপাট প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে বলা হয়েছে। রেস্টুরেন্টসমূহ খোলা থাকবে তবে রেস্টুরেন্টে বসে কেউ খাবার খেতে পারবে না। খাবার কিনে নিয়ে যেতে হবে। চায়ের দোকান, রেস্টুরেন্ট বা অন্য কোথাও টেলিভিশন চালিয়ে গণজমায়েত করা যাবে না। কোন অবস্থাতেই গুজব ছড়ানো যাবে না বলেও নির্দেশনা দেয়া হয়।
উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেন করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক সকল ব্যবস্থা নেয়া হয়েছে।