স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে ভাষা আন্দোলনের কথা চিন্তা করা যায় না। ’৫২ এর ভাষা আন্দোলন, ’৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৬৬ এর ৬ দফা, ’৭০ এর নির্বাচন এবং ’৭১ এর স্বাধীনতা যুদ্ধের ধারাবহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীন দেশ পেয়েছি। এই সকল আন্দোলন সংগ্রামের মূল অনুপ্রেরণা ছিল ভাষা আন্দোলন। যারা সেদিন রক্ত দিয়েছিলেন তাদের উদ্দেশ্য ছিল বাংলাকে মাতৃভাষা এবং সরকারি ভাষার স্বীকৃতি দেয়া। আমাদেরকে একুশের চেতনা লালন করেই অগ্রসর হতে হবে।
মঙ্গলবার রাতে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন আওয়ামী লীগ জাতীয় কমিটির সাবেক সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা সজিব আলী, আকরাম আলী, মর্তুজা হাসান, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট সালেহ আহমেদ, মশিউর রহমান শামিম, অ্যাডভোকেট আফিল উদ্দিন, রফিক আহমেদ, অ্যাডভোকেট হুমায়ুন কবির সৈকত, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিকী, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট সুমঙ্গল দাস সুমন, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, অ্যাডভোকেট আব্দুল মুনতাকিম চৌধুরী খোকন, শঙ্খ শুভ্র রায়, আব্দুর রহমান, মহিবুর রহমান মাহি প্রমুখ।
সভার শুরুতে শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।