হবিগঞ্জ পৌরসভা পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান। মঙ্গলবার বেলা আড়াইটায় হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে এসে পৌঁছুলে তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ নূরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মোহাম্মদ জুনায়েদ মিয়া, গৌতম কুমার রায়, মোঃ আব্দুল আউয়াল মজনু, মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল ও অর্পনা পাল, হবিগঞ্জ পৌরসভার সচিব মোঃ ফয়েজ আহমেদ ও নির্বাহী প্রকৌশলী মোঃ সিরজুল হক। বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান হবিগঞ্জ পৌরসভার ওয়ানস্টপ সার্ভিস ঘুরে দেখেন। এ সময় তিনি পৌরসভার বিভিন্ন নাগরিক সেবা সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সাথে কথা বলেন। পরে পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান ও পৌরপরিষদের কাউন্সিলরবৃন্দের সাথে মতবিনিময় করেন। সাথে সাথে তিনি পৌরসভা হিসাব রক্ষনসহ অন্যান্য কর্মকান্ড পর্যবেক্ষন করেন। বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান পৌরসভার উন্নয়ন কর্মকান্ডের দরপত্র আহবান ইজিপি (ইলেক্ট্রনিক গভর্নমেন্ট প্রকিউরম্যান্ট) পদ্ধতিতে পরিচালনা করার তাগিদ দেন।