মঈন উদ্দিন আহমেদ ॥ হবিগঞ্জ প্রেসক্লাব সড়কটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ফলে সামান্য বৃষ্টি হলেই তাতে পানি জমে পথচারিদের দুর্ভোগের কারণ হয়ে উঠে। হবিগঞ্জ জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান পরিমল শর্মা বলেন, দীর্ঘদিন ধরে গণগ্রন্থাগার ও সুরবিতানের মধ্যবর্তী সড়কটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই তাকে পানি জমে কাঁদার সৃষ্টি হয়। এতে গণগ্রন্থাগারে আসা ছাত্রছাত্রীদের পোহাতে হয় দুর্ভোগ। তাছাড়া এখানে একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে। প্রতিদিন এ রাস্তা দিয়ে হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক যাতায়াত করে থাকেন। অথচ রাস্তার এই সামান্য অংশ মেরামত করতে কর্তৃপক্ষ উদাসীন। ফলে ওই পথে চলতে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি অবিলম্বে রাস্তা সংস্কার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। ওই রাস্তায় চলাচলকারী মহিবুর রহমান নামে এক অভিভাবক জানান, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তার কন্যা লেখাপড়া করে। প্রতিদিন তিনি তাকে স্কুলে দিয়ে যাওয়া এবং নিয়ে যেতে ওই রাস্তা মাড়িয়ে আসতে হয়। রাস্তায় চলাচল করতে গিয়ে কাঁদা ময়লাযুক্ত পানি মাড়িয়ে চলাচল করতে হয়। কখনো দেখা যায় অভিভাবকদের গাড়ি যা রিক্সার দ্রুত চলাচলের কারণে ময়লা পানি গিয়ে শরীরে পড়ে কাপড় চোপড় নষ্ট হয়। তিনি অবিলম্বে এ রাস্তাটি সংস্কারের দাবি জানান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com