স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গড়েরপাড় গ্রামের কুতুব উদ্দিন (৩৫) নামে এক নারী পাচারকারীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন আদালত। সে ওই গ্রামের মৃত মুনছব আলীর পুত্র।
জানা যায়, পইল উত্তর হাটি গ্রামের আরজু মিয়ার স্ত্রী সেলিনা আক্তারকে (৩০) ভাল চাকুরির প্রলোভন দিয়ে গত বছরের ১৮ সেপ্টেম্বর সৌদি আরব পাঠায় কুতুব উদ্দিন ও তার সহযোগীরা। সৌদি আরব যাওয়ার পর সেলিনা আক্তার পাচারকারীদের খপ্পরে পড়েন। প্রায়ই মোবাইলে সেলিনা তার স্বামী আরজু মিয়াকে জানাতেন পাচারকারীরা তার উপর শারীরিক নির্যাতন ও নিপীড়ন করছে। সেলিনার স্বামী স্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে কুতুব উদ্দিনের কাছে বার বার ধর্ণা দিলেও কুতুব উদ্দিন তাতে কর্ণপাত করেনি। উপরন্তু সে আরজু মিয়ার কাছে মুক্তিপণ দাবি করে। বর্তমানে সেলিনার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় সেলিনার স্বামী সন্তান মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। নিরুপায় হয়ে আরজু মিয়া কুতুব উদ্দিনের বিরুদ্ধে মানবপাচার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন, যার নং ৪/২০। বিজ্ঞ বিচারক মামলাটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com