মোঃ মামুন চৌধুরী ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার আলপুর খোয়াই আশ্রয়ণ, হামুয়া ও হামুয়ার চর আশ্রয়ণে শীতার্ত পরিবারের মাঝে ১শ’ কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি এ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে হামুয়া স্কুল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তারের সভাপতিত্বে ও তহশিলদার রেজাউল করিম বাদলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, শায়েস্তাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ বুলবুল খাঁন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সামাদ মেম্বার। বক্তব্য রাখেন মেম্বার মুজিবুর রহমান মারাজ, মেম্বার শামীমুর রহমান, ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহবায়ক দিলীপ দাস প্রমূখ। আলোচনা শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, এ কম্বল জননেত্রী শেখ হাসিনার উপহার। মাঘ মাসের এ শীতে কম্বলগুলো আপনাদের বিরাট উপকারে আসবে। আপনারা জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com