আজ থেকে প্রতি দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ
স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ দাউদনগর বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল বুধবার তিনি এ বাজার পরিদর্শন করেন। এ সময় বাজারের দোকানগুলোতে মূল্য তালিকা না থাকায় তিনি আজ বৃহস্পতিবার থেকে প্রতি দোকানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জন্য শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে শায়েস্তাগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com