মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ শহরতলীর তেঘরিয়া গ্রামের ৫ম শ্রেণির ছাত্র ইসমাইল হোসেন বিদয়কে (১০) নির্মম ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং খুনি সাইমিনসহ জড়িতদের ফাঁসির দাবিতে মানবন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুরন্ত পথিক সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম আওয়াল, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়াসহ ব্যবসায়ীবৃন্দ, ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী অংশ নেন।
প্রসঙ্গত, গত ১০ জানুয়ারি উত্তর তেঘরিয়া গ্রামের সৌদি প্রবাসী ফারুক মিয়ার ছেলে পঞ্চম শ্রেণির ছাত্র ইসমাইল হোসেন বিদয় পৌদ্দার বাড়ি এলাকায় নাটক দেখার কথা বলে বাড়ি থেকে বের হয়। এ সময় তার মা শাহেনা আক্তার কার সাথে যাবে জিজ্ঞাসা করলে সে বলে, পাশের বাড়ির শাহরিয়ার মারুফ ওরফে সাইমিনের সাথে যাবে। রাত ৮টা বেজে গেলেও বিদয় বাড়িতে ফিরে না আসায় বিদয়ের মা তার চাচাদের জানালে তারা বিদয়ের সাথে থাকা মোবাইলে ফোন করলে সেটা বন্ধ পান। আশপাশে খোঁজাখুজি করে তাকে না পেয়ে রাতেই হবিগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পত্রিকায় নিখোঁজ সংবাদও ছাপা হয়। এরপর গত ১৩ জানুয়ারি সকাল ১০টায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া খোয়াই নদীর পূর্ব পাড়ে নদীর কিনারায় পানিতে বিদয়ের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। বিদয়ের চাচা মোঃ টেনু মিয়া বাদী হয়ে ১৪ জানুয়ারি অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সুত্রধরে জেকে এন্ড এইচকে স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র শাহরিয়ার মারুফ ওরফে সাইমিনকে গ্রেফতার করে পুলিশ। সাইমিনকে গ্রেফতারের পর জানা যায়, মোবাইল ফোনের জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বিদয়কে।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বিদয় হত্যার জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে খুনি সাইমিনসহ জড়িতদের অবিলম্বে ফাঁসি দেয়ার জন্য প্রধানমন্ত্রী ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com