স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার কাগাপাশা বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অন্তত ২৫টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে। সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার বিকালে অভিযান পরিচালনা করে সরকারি ৩২ শতক ভূমি উদ্ধার করা হয়েছে। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতায় করেন তহশিলদার কুতুব উদ্দিন, থানার এসআই গৌতম দাশসহ সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য, কাগাপাশা বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন উদ্ধার অভিযানে নামে।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com