বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের কার্যনির্বাহী কমিটির আলোচনা সভা ও সদস্য ফরম সংগ্রহ কার্যক্রম ২০ জানুয়ারি সোমবার লন্ডনের নিডা হাউজে অনুষ্ঠিত হয়। প্রচন্ড ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে যুক্তরাজ্যের বার্মিংহাম, লাগবরা, পোর্টসমাউথ, ব্রিসটল, ল্সাউ দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিভিন্ন শহর থেকে কলেজের সাবেক ছাত্রছাত্রীবৃন্দ ও এসোসিয়েশনের নেতৃবৃন্দ আলোচনা সভায় অংশ নেন। উপস্থিত কলেজের সাবেক ছাত্রছাত্রীবৃন্দ এক মূহূর্তের জন্য হলেও ফিরে যায় অনেক স্মৃতি বিজড়িত বৃন্দাবন কলেজের ক্যাম্পাসের স্মৃতিতে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের যুগ্ম সম্পাদক সামছুল ইসলাম। কলেজের সাবেক ও বর্তমান স্যার, ম্যাডাম ও ছাত্রছাত্রীবৃন্দ পৃথিবীর যে প্রান্তেই আছেন সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয় এবং যারা পরলোকগমন করেছেন তাদের রুহের মাগফেরাত ও শান্তি কামনা করা হয়। সংগঠনের সভাপতি আলী নেওয়াজ মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সাবেক জেলা টিমের ক্রিকেটার, হবিগঞ্জ স্পোর্টস ট্রাস্ট ইউ.কের আহবায়ক ও কার্যকরী কমিটির অন্যতম সিনিয়র সদস্য বাকি বিল্লাহ জালাল, বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের সাবেক সফল সহ-সভাপতি ও কার্যকরী কমিটির সিনিয়র সদস্য দেওয়ান রব মুর্শেদ, সাবেক সফল সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির সিনিয়র সদস্য খয়ের জামান জাহাঙ্গীর, সাবেক ছাত্রনেতা, সাবেক কৃতি ক্রিকেটার ও কার্যকরী কমিটির সিনিয়র সদস্য আফজল চৌধুরী ও সাবেক ছাত্রনেতা ও কার্যকরী কমিটির সিনিয়র সদস্য সোহাগ রহমান। আলোচনা সভায় নির্ধারিত এজেন্ডার উপর বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান জুয়েল, সহ-সভাপতি শারমিন চৌধুরী পাপড়ি, সহ-সভাপতি শাহজাহান কবির, সহ-সভাপতি সুমন খান, সহ-সভাপতি শরীফ ইমন, যুগ্ম সম্পাদক একেএম মোফাজ্জল হাসান শ্যামল, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম হেলাল, যুগ্ম সম্পাদক সালেহ আহমেদ, যুগ্ম সম্পাদক আশরাফুল হাসান নোমান, যুগ্ম সম্পাদক সামছুল ইসলাম, যুগ্ম সম্পাদক খান মোঃ শাওন এহতেশাম, সহ-সাধারণ সম্পাদক নাজমুল হক তুষার, সহ-সাধারণ সম্পাদক শাহ ফয়জুর রহমান ফয়েজ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ সাকি, সহ সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ কপিল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভীর চৌধুরী সোমেল, সাংগঠনিক সম্পাদক রাজু দেব, সাংগঠনিক সম্পাদক মাহি অপু, কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী, দপ্তর সম্পাদক মাসুম চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক কাওছার আলম মাছুম, প্রচার সম্পাদক সজীব চৌধুরী, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এখলাসুর রহমান রাসেল। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুজাহিদ খান সুজন, সহ-সাধারণ সম্পাদক শোয়েব চৌধুরী, নাসিম চৌধুরী, মিঠু নাসির, সহ-মহিলা বিষয়ক সম্পাদক নিশিতা সাইরাত চৌধুরী, তোফায়েল আহমেদ সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ। সভায় সংগঠনের বিগত বছরের কার্যক্রম সম্পর্কে সকল নেতৃবৃন্দকে বিস্তারিত অবহিত করা হয় এবং সংগঠনের কার্যক্রমকে কিভাবে আরো অনেক বেশি গতিশীল করা যায় সে লক্ষ্যে নির্ধারিত এজেন্ডার উপর বিশদ আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। সভায় উপস্থিত নেতৃবৃন্দের আলোচনা ও সকলের মতামতের ভিত্তিতে সদস্য সংগ্রহ ও ২০২০ সালের করণীয় কার্যকরী সিদ্ধান্ত গ্রহণসহ বিবিধ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কলেজের সাবেক ছাত্রছাত্রীবৃন্দের অনেক স্মৃতি বিজড়িত এই কলেজের যুক্তরাজ্য তথা সমগ্র ইউরোপে সামাজিক সংগঠনের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় সংগঠন বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কে। তাই এই সংগঠনের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখতে ২০২০ সালের জন্য কার্যকরী উল্লেখযোগ্য সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে যুক্তরাজ্যে বসবাসরত কলেজের সাবেক সকল ছাত্রছাত্রীবৃন্দ ও যুক্তরাজ্যে হবিগঞ্জের সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে সহযোগিতার আহবান জানানো হয়। উপস্থিত নেতৃবৃন্দরের পর্যালোচনা ও সর্বসম্মতিক্রমে ২০২০ সালের কার্যকরী উল্লেখ্যযোগ্য সিদ্ধান্ত সমূহের মধ্যে-
১. যুক্তরাজ্যে বসবাসরত কলেজের সাবেক ছাত্রছাত্রীদের সদস্য ফরম সংগ্রহের মাধ্যমে অন্তর্ভূক্ত। পাশাপাশি উল্লেখিত সময়ের মধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে সম্পন্ন করা; ২. ২০১৯ সালে সংগঠনের পক্ষ হতে প্রথমবারের মত কলেজে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বাৎসরিক বৃত্তি অব্যাহত রাখা; ৩. সংগঠনের তহবিল গঠনের স্বার্থে ২০১৯-২০২০ সনের কমিটির বাৎসরিক চাঁদা নির্ধারণ; ৪. সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক ছাত্রছাত্রীবৃন্দের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়েবসাইট এবং হেল্প ডেস্ক খোলা; ৫. সংগঠনের স্বার্থে পুরাতন সংবিধান সংযোজন ও বিয়োজন করে উল্লেখিত সময়ের মধ্যে সম্পন্ন করা; ৬. সর্বোচ্চ যাচাই বাছাইয়ের ভিত্তিতে চার মাস অন্তর বাৎসরিক ৩টি অতি জরুরী মানবিক আবেদনের জন্য আবেদন করা (যদি প্রয়োজন হয়); ৭. উল্লেখিত সময়ের মধ্যে সংগঠন এবং যুক্তরাজ্যে বসবাসরত কলেজের সাবেক ছাত্র-ছাত্রীবৃন্দ ও কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে স্কুল হলিডেতে বাৎসরিক বনভোজনের আয়োজন করা। গৃহীত কর্মসূচি বাস্তবায়নে উপস্থিত সকল নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সংগঠনের পক্ষ হতে গৃহীত কর্মসূচি বাস্তবায়নে কার্যকরী কমিটির নেতৃবৃন্দ, সাবেক ছাত্রছাত্রীবৃন্দ ও হবিগঞ্জ কমিউনিটির সকল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। হবিগঞ্জ স্পোর্টস ট্রাস্ট ইউ.কের আহবায়ক বাকি বিল্লাহ জালালের তত্ত্বাবধানে ‘সদস্য ফরম’ পূরণের প্রথম পর্বে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি দেওয়ান রব মোর্শেদ ও সাবেক সফল সাধারণ সম্পাদক খয়ের জামান জাহাঙ্গীর। খাবার বিরতির পর দ্বিতীয় পর্বে সদস্য ফরম পূরণ উদ্বোধন করেন যুক্তরাজ্যের লাগবরা শহর থেকে আগত কার্যকরী কমিটির সিনিয়র সদস্য আফজল চৌধুরী ও কার্যকরী কমিটির সিনিয়র সদস্য সোহাগ রহমান। পরবর্তীতে উপস্থিত সকল সাবেক ছাত্রছাত্রীবৃন্দ সদস্য ফরম পূরণে অংশগ্রহণ করেন। এদিকে বৃন্দাবন সরকারি কলেজ এক্স স্টুডেন্ট এসোসিয়েশন ইউ.কের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম বৃন্দাবন কলেজের সাবেক অত্যন্ত মেধাবী ছাত্র, হবিগঞ্জের কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল শিক্ষা ক্ষেত্রে (চ্যান্সেলর স্বর্ণপদক) অসামান্য অবদান রাখতে পারায় উনি আলোচনা সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করান। পাশাপাশি সংগঠনের পক্ষ হতে উনার উজ্জ্বল ভবিষ্যত ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। তার অসামান্য কৃতিত্বে এই কলেজের সাবেক ছাত্র হিসেবে সকলেই গর্ববোধ করেন। কার্যকরী কমিটির অনেক নেতৃবৃন্দ যুক্তরাজ্যসহ বাংলাদেশ ও বিভিন্ন দেশে হলিডেতে থাকায় আলোচনা সভায় অংশগ্রহণ করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। সংগঠনের সভাপতি আলী নেওয়াজ মিন্টু ও সাধারণ সম্পাদক মোঃ নিয়ামুল হক মাক্সীম এবং কোষাধ্যক্ষ মুকিত চৌধুরী কার্যকরী কমিটির আলোচনা সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রচন্ড ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে উপস্থিত হয়ে আলোচনা সভাকে প্রাণবন্ত ও সফল করার জন্য সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। পাশাপাশি গৃহীত কর্মসূচি বাস্তবায়নে কার্যকরী কমিটির সকল নেতৃবৃন্দের সহযোগিতা ও পরামর্শ বিশেষভাবে কামনা করেন।