স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান। তিনি মঙ্গলবার সকালে স্কুল পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের জীববিজ্ঞান ক্লাস করান এবং তিনি নিজে কিভাবে লেখাপড়া করে জেলা প্রশাসক হয়েছেন সেই গল্প ছাত্রীদের শোনান। তিনি মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গসহ বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রীদের সচেতনতামূলক আলোচনা করেন এবং তাদের উৎসাহিত করেন। এ সময় শিক্ষক ও আদর্শ ব্যক্তিত্বকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হন শিক্ষার্থীরা। এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার কর্মকার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com