উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের নয়া সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। শনিবার দুপুরে উপজেলার আউশকান্দিতে শতাধিক মোটর সাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে আলমগীর চৌধুরীকে বরণ করে নেন নেতাকর্মীরা। পরে সেখানে পথসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর বিশাল মোটর সাইকেল শোভাযাত্রা ও গাড়িবহর সহকারে নবীগঞ্জ শহরে বিভিন্ন স্থানের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
গত ১১ ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে হেভিওয়েট প্রার্থীদের চমক দেখিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনে অ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন চৌধুরীকে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করার পরই হবিগঞ্জ জেলা জুড়ে আবারও আলোচনায় চলে আসেন তিনি। শনিবার ৪ জানুয়ারি হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে নবীগঞ্জ আসলে ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি শাহ এএমএস কিবরিয়া চত্বর থেকে হাজার হাজার নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন দিয়ে তাঁকে ফুলের মালা দিয়ে বরণ করে নবীগঞ্জ শহরে নিয়ে আসেন। এসময় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে এক পথসভায় অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী বলেন, জীবন দিয়ে হলেও গ্রামে গ্রামে পাড়া মহল্লায় গিয়ে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে কাজ করব। জননেত্রী শেখ হাসিনা ভালবেসে আমাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করব। আমরা সুসংগঠিত আছি, আগামীতেও থাকবো। দলে কোনো হাইব্রীড নেতা রাখব না। যারা দলের দুর্দিনে পাশে ছিলেন তাদের নিয়ে কমিটি করা হবে। নবীগঞ্জে যে কোনো নির্বাচন আসুক আওয়ামী লীগকে জয়লাভ করতেই হবে। আওয়ামী লীগ হবে বঙ্গবন্ধুর সোনার আওয়ামী লীগ। শত প্রতিহিংসা ভুলে এক সাথে ঐক্যবদ্ধভাবে থেকে কাজ করতে দলের নেতাকর্মীকে আহবান জানান আলমগীর চৌধুরী। আলমগীর চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বির্নিমাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত। দুর্নীতি, সন্ত্রাস, চাদাঁবাজ ও চাটুকার মুক্ত দল হিসেবে আওয়ামী লীগকে গড়ে তোলতে প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযান অব্যাহত রয়েছে। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি এখন অভিভাবক শূন্য, দেশে তাদের অস্তিত্ব নেই, বিএনপি এখন ঠিকানা বিহীন, যাদের ঠিকানা নেই তাদের ক্ষমতায় আসার সম্ভবনাও নেই। তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠন দেশে অনেক এমপি মন্ত্রীর জন্ম দিয়েছে। তাই সকলে মিলে এই সংগঠনের ঐতিহ্য ধরে রাখতে হবে।
নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, হবিগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রিজভী আহমেদ খালেদ, নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি শেখ শাহানুর আলম ছানু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম, নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিনুর রহমান অহি প্রমুখ। পথসভায় নবীগঞ্জ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, তাঁতীলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগে কোনো হাইব্রীড নেতা রাখব না। যারা দুর্দিনে পাশে ছিলেন তাদের নিয়ে কমিটি করা হবে
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com