স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ’৯৫ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে পারিবারিক মিলনমেলা ও রজত জয়ন্তী ২০২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০টায় নাস্তা পর্ব শেষে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে ’৯৫ ব্যাচের শিক্ষার্থীরা স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন। প্রাক্তন শিক্ষকরাও আবেগাপ্লুত হয়ে স্মৃতিচারণ করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা ও উপদেশ দেন। জোহরের নামাজের পর শিক্ষক ও ’৯৫ ব্যাচের শিক্ষার্থীদের পরিবার পরিজন নিয়ে দুপুরের খাবার শেষে শুরু হয় শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও সহধর্মীনিদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা। এতে সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলতে থাকে পরিবার পরিজন ও শিক্ষকদের নিয়ে ফটোসেশন। খেলা শেষে শুরু হয় পরিচিতি পর্ব। এরই ফাঁকে চলতে থাকে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকা থেকে আগত শিল্পীবৃন্দ এতে সঙ্গীত পরিবেশন করেন। দিনব্যাপী অনুষ্ঠান সাংস্কৃতিক পর্ব শেষে রাত ১০টায় শেষ হয়। পারিবারিক মিলনমেলা ও রজত জয়ন্তী উপলক্ষে স্কুলে আলোকসজ্জা করা হয়। সন্ধ্যার পর এ দৃশ্য উপভোগ করতে অনেকেই স্কুলে ছুটে আসেন। সকলের মাঝে বিরাজ করে উৎসবের আমেজ। সপরিবারে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সফল করায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন ’৯৫ ব্যাচ এসোসিয়েশনের আহবায়ক কাজী রকীব হোসেন ও সদস্য সচিব মোঃ কামরুজ্জামান খান ইমরান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com