মোহাম্মদ শাহ্ আলম ॥ ঢাকায় নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাখাইর পশ্চিম বুল্লা গ্রামের জাহাঙ্গীর আলম (৪২) নামে এক ব্যবসায়ী দীর্ঘ ৮ মাস ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজের ৮ মাস অতিবাহিত হলেও পুলিশ তার সন্ধান করতে পারেনি। গত ১৭ এপ্রিল তিনি পুরান ঢাকার হাটখোলা এলাকার তার ভাঙারি দোকান থেকে নিখোঁজ হন। তার স্ত্রী সুলেখা বেগম ওয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জাহাঙ্গীর আলমকে খুঁজে না পেয়ে তার স্ত্রী ও পুত্র রিফাত আলম দিশেহারা হয়ে পড়েছেন।
এ ব্যাপারে সুলেখা বেগম বলেন, দীর্ঘদিন ধরে খোঁজ না পাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে তারা খুবই কষ্টে দিনাতিপাত করছেন। ছেলে রিফাত ধানমন্ডি মডেল স্কুলের ছাত্র। স্বামীকে খুঁজে না পাওয়ায় তিনি ছেলেকে পড়াশোনা ছাড়িয়ে গ্রামের বাড়িতে নিয়ে আসতে বাধ্য হয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com