স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া নামক স্থানে মঙ্গলবার সকালে তেলের ভাউচারের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে নবী নেওয়াজ (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। নিহত নবী নেওয়াজ ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার ফরমরিয়া গ্রামের মৃত হাসমত আলীর ছেলে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলের ভাউচার (চট্টমেট্রো- ট-৪১০৩৬৪) ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী নবী নেওয়াজকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নবী নেওয়াজ মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানান- মৃত ব্যক্তির আত্মীয়-স্বজনের আবেদনের প্রেক্ষিতে এবং এডিএম স্যারের অনুমতি সাপেক্ষে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com