নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী ইশতেহার ২০১৮ কর্তৃক ঘোষিত প্রতি উপজেলা হতে ১ হাজার দক্ষ কর্মীকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা সচেতনতামূলক সেমিনার নবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারের আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে ও নবীগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন ও শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়ার যৌথ পরিচালনায় সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আব্দুল মালিক, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, ইউপি চেয়ারম্যান সত্যজিৎ দাশ, জাবেদুল আলম চৌধুরী সাজু প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরওয়ার শিকদার, মোঃ আলমগীর মিয়া, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, হাবিবুর রহমান চৌধুরী শামীম, মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন, সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com