স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে বৌ-ভাত অনুষ্ঠানে তুচ্ছ ঘটনার জের ধরে বরযাত্রীদের উপর হামলা চালিয়েছে একদল যুবক। এতে পিতা-পুত্রসহ ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় দোষীদের গ্রেফতার দাবিতে থানার সামনের রাস্তায় বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
সুত্র জানায়, রিচি গ্রামের শাহানুর মিয়ার মেয়ের বৌভাত অনুষ্ঠান গতকাল বদিউজ্জামান খান সড়কস্থ মহিমা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে স্বজনরা সেন্টারের নিচে এসে স্পে ছিটিয়ে আনন্দ করতে থাকে। এক পর্যায়ে দু’যুবকের উপর স্পে পড়লে তারা ক্ষিপ্ত হয়ে উঠে। এর কিছুক্ষণ পর ১০/১২ জন যুবক বরযাত্রীদের উপর চড়াও হয়। এক পর্যায়ে রিচি গ্রামের আব্দুল গণি, তার পুত্র সিয়াম আহমেদ (১৮) ও সানু মিয়ার পুত্র সিদ্দিক আলীসহ (১৭) অন্তত ১০ জন আহত হন। হামলাকালে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উল্লেখিত ৩ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ খবর শহরে ছড়িয়ে পড়লে মোহনপুর ও রিচি গ্রামের লোকজন দোষীদের গ্রেফতার ও শাস্তি দাবিতে সদর থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে। পরে ওসি তদন্ত জিয়াউর রহমান দুর্বৃত্তদের গ্রেফতারের আশ^াস দিলে পরিস্থিতি শান্ত হয়।
দোষীদের গ্রেফতার দাবিতে থানার সামনে এলাকাবাসীর বিক্ষোভ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com