এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। তিনি রবিবার রাতে শহরের কালীবাড়ি পূজা মন্ডপ, দেয়ানত রাম সাহার বাড়ি সাবর্জনীন পূজা মন্ডপ, নায়েবের পুকুর পাড়ে চৌধুরী বাজার সাবর্জনীন পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেন- নারীর প্রতি সহিসংতা বন্ধ করতে হবে। নারীদের প্রতি সম্মান জানানোর বড় ধরণের শিক্ষা হলো শারদীয় দুর্গোৎসবের আয়োজন। তিনি বলেন- দেবী দুর্গার আগমনের মধ্য দিয়ে আমাদের সমাজে যে সব অসুরের জন্ম, সেই অসুর নিধন হবে। সমাজে শান্তি শৃঙ্খলা বিরাজ করবে। আমাদের দেশ ফুলে ফলে ফসলে সুসমিত হবে। অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রতি বছর অত্যন্ত শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপন হয়ে আসছে। এবারও সারা দেশে শান্তিপূর্ণভাবে এ উৎসব পালিত হচ্ছে। আশাকরি শান্তিপূর্ণভাবেই বিসর্জনও শেষ হবে। তিনি আরও বলেন- হবিগঞ্জের অনেক গৌরবোজ্জল ঐতিহাস রয়েছে। বৃটিশ বিরোধী আন্দোলনে সামনের কাতারের নেতা বিপিন পাল আমাদের হবিগঞ্জের পৈল গ্রামের সন্তান। মহান মুক্তিযুদ্ধে হবিগঞ্জের সন্তানরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পূজা পরিদর্শকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন সংরক্ষিত আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মোঃ জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (হবিগঞ্জ সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট আবুল হাসেম মোল্লা মাসুম, অ্যাডভোকেট সালেহ উদ্দিন আহমেদ, মোঃ মর্তুজ আলী, অনুপ কুমার দেব মনা, সেলিম চৌধুরী, শামীম আহমেদ, অ্যাডভোকেট মনোয়ার আলী, হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি জগদীশ চন্দ্র মোদক, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর হোসেন জিতু প্রমূখ। পরিদর্শকালে প্রতিমন্ত্রী পূজা মন্ডপগুলোতে বক্তৃতা করেন এবং পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
হবিগঞ্জ শহরে পূজা মন্ডপ পরিদর্শনকালে প্রতিমন্ত্রী মাহবুব আলী
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com