চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর এলাকায় উচ্চ মূল্যে পেঁয়াজ বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ এক অভিযানে এই জরিমানা করেন।
ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ জানান, অভিযানকালে ৬৫ থেকে ৭০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রির অপরাধে নিরঞ্জন স্টোরকে ৫ হাজার, মনিন্দ্র দাশকে ২ হাজার এবং বিষ্ণু স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধ কসমেটিক্স বিক্রির অপরাধে জান্নাত স্টোরকে ৪ হাজার, খাবারে নিষিদ্ধ হাইড্রোজ মেশানোর অপরাধে মায়া রেস্টুরেন্টকে ১০ হাজার এবং বেশী ওজনের প্যাকেটে মিস্টি বিক্রির অভিযোগে নিউ মহাদেব মিস্টান্ন ভান্ডারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই মিস্টির দোকানে এক কেজি মিস্টির প্যাকেটের ওজন পাওয়া যায় ২৪২ গ্রাম। অভিযানকালে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের পরিদর্শক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ উপস্থিত ছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com