স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জের গোপলা নদী দখল নিয়ে দুইদল গ্রামবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। গতকাল বুধবার সকালে একটি প্রভাবশালী মহল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রায় ৩/৪ হাজার মানুষ জেলেদের বিরুদ্ধে অবস্থান নেয় এবং জেলেদের নৌকা জালের বাঁশ, জাল লুটপাট করে নিয়ে যায়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। তবে মৎস্যজীবীরা আতঙ্কে তাদের নিজ গ্রামেই অবস্থান করছিলো। কোন ধরনের সংঘাতে জড়ায়নি তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই লুটপাটকারীরা পালিয়ে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com