হবিগঞ্জে এডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অর্গানাইজেশন’র ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালাল উদ্দিন রুমি। ইউরোপীয়ান ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড এর আর্থিক ও কারিগরি সহায়তায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নমূলক সভায় হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার এডভোকেসি নেটওয়ার্ক কমিটি এবং চাঁদের আলো সিএসও’র চেয়ারপার্সন, ভাইস চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। সভার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সিলেট ডিভিশনাল এসিস্ট্যান্ট ফ্যাসিলেটেটর সাইফুর রহমান চৌধুরী। পরে বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ইমদাদুল হোসেন খান, ভাইস চেয়ারম্যান কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ, চুনারুঘাট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ফজল মিয়া, সিএসও’র মাইশা হিজরাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, জেলার প্রতিটি উপজেলায় ২৫ সদস্য বিশিষ্ট উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটি গঠন করা হয়। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, দলিত, হিজড়া ও প্রতিবন্ধী) ক্ষমতায়ন ও তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই কমিটি। বিজ্ঞপ্তি