স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার শরিফাবাদে সানসাইন কোম্পানী ভাংচুর ও চাঁদাবাজির ঘটনায় জামাল সর্দারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকেলে সদর থানার এসআই সজিব আহমেদের নেতৃত্বে একদল পুলিশ দরিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে ওই গ্রামের আব্দুল আলীর পুত্র।
প্রসঙ্গত, চাঁদা না দেয়ায় সদর উপজেলার শরিফাবাদে তোফায়েল এন্টার প্রাইজ ও সানসাইন কোম্পানীতে রাতের আধাঁরে হামলা, ভাংচুর ও লুটপাট চালায় একদল দুর্বৃত্ত। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পুলিশ আব্দুল মালেক নামের এক দাঙ্গাবাজকে আটক করে। এ ব্যাপারে ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আজিজুল বারী চৌধুরী তোফায়েল সদর থানায় এজাহার দায়ের করেন। এ ছাড়া সানসাইন কোম্পানীর পক্ষ থেকে জামাল সরদারকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com