স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের রাসেল মিয়া হত্যা মামলার ১০ মাসেও এজাহার নামীয় আসামীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদী জমিলা খাতুন। এজাহার নামীয় ১২ আসামীর মধ্যে গ্রেফতার করা হয়েছে রুমা আক্তার নামে এক মহিলা আসামীকে। বাকী ১১ আসামী এলাকায় দিব্বি চলাফেরা করলেও তাদের কাউকে গ্রেফতার করা হচ্ছে না বলে অভিযোগ করেন মামলার বাদী।
২০২৩ সালের ২ জুন বাড়ি থেকে বের হয় রাসেল মিয়া। ৫ জুন তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় পূর্ব বামৈ গ্রামের একটি হাওরে। পুলিশ লাশ উদ্ধার করে। লাখাই থানা মামলা নিতে অনিহা প্রকাশ করলে রাসেল মিয়ার স্ত্রী জমিলা খাতুন বাদী হয়ে কোর্টে মামলা দায়ের করেন। কোর্ট থেকে এফআইআর এর আদেশ প্রদান করা হয়। ঘটনার পরপরই রুমা আক্তারকে গ্রেফতার করে পুলিশ। রুমা আক্তার ১৬৪ ধারায় জবানবন্দীতে সে একাই রাসেলকে হত্যা করেছে মর্মে স্বীকারোক্তি দেয়। সুঠামদেহী রাসেল মিয়াকে জীর্ণশীর্ণ রুমা আক্তারের একার পক্ষে হত্যা করা, লাশ বহন করে দূরবর্তী হাওরে নিয়ে ফেলা বিশ্বাসযোগ্য নয় মর্মে বাদী শুরু থেকেই তদন্তকাজ প্রসার করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুরোধ করে আসছেন। বাদী জমিলা খাতুন জানান- তদন্তকারী কর্মকর্তা লাখাই থানার ওসি (তদন্ত) চম্পক ধাম তার কোনো অভিযোগই আমলে নিচ্ছেন না। এমতাবস্থায় জমিলা খাতুন তার স্বামী রাসেল হত্যাকান্ডের সাথে জড়িতরা পার পেয়ে যাবে বলে আশঙ্কা ব্যক্ত করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com