বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইকরা গণগ্রন্থাগার নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার গ্রন্থাগার সভাপতি মাস্টার মোঃ নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আশিকুল ইসলাম এক বিবৃতিতে বলেন- মোশাহেদ মিয়ার মা আয়মনা খান ছিলেন অত্যন্ত ধার্মিক ও সাদামাটা জীবনযাপনকারী এক নারী। ছেলে-মেয়েদের সঠিক পথে পরিচালিত করতে সারা জীবন ত্যাগ স্বীকার করেছেন তিনি। গ্রন্থাগার নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমার জন্য জান্নাতুল ফেরদাউস কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
প্রসঙ্গত, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়ার মা আয়মনা খান (৭৬) বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘ এক মাস সিলেট চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার বেলা আড়াইটায় উপজেলা সদরের দত্তপাড়ার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com