মাধবপুর প্রতিনিধি ॥ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বর্তমান সময়ে ফুটবল আইসিইউতে চলে গেছে। আমি আইসিইউতে চলে যাওয়া ফুটবলকে বাঁচাতে চাই। বর্তমান সময়ে খেলার ব্যবস্থা না থাকায় তরুণরা মাদকে আসক্ত হচ্ছে। আমি তরুণদের মাঠে নিতে চাই। আমি নিজে দুর্নীতি করি না, ৫ বছর কাউকে দুর্নীতি করতে দেব না। আমার নাম ভাঙ্গিয়ে যদি কেউ দুর্নীতি করার চেষ্টা করে তাহলে তাকে পুলিশে ধরিয়ে দেবেন। আমি কোন দুর্নীতিবাজের সাথে সংসার করবো না। শুক্রবার বিকেলে মাধবপুর উপজেলার ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয় মাঠে নাভা এগ্রো বহুমুখী ফার্ম গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন। ধর্মঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজবাহুল বর চৌধুরী পলাশের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহ মোঃ মুসলিম, সাবেক চেয়ারম্যান শাহ হাবিবউল্লাহ সুচন, আতাউর রহমান চৌধুরী সেলিম, বাবুল হোসেন খান, শফিউল বর খোকন, ফাতেমা তুজ জোহরা রিনা প্রমূখ। ফুটবল টুর্নামেন্টে চৌমুহনী ইউনিয়নের তুলশীপুর তাইয়্যেবা স্পোর্টিং ক্লাব দল ৩-০ গোলে বিজয়নগর খাটিংগা নবজাগরণ ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এর আগে ধর্মঘরের গোবিন্দপুর পূর্ব পাড়ায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ৫০তম ব্রীজের উদ্বোধন করেন। একই দিন সন্ধ্যায় চৌমুহনী ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমীর আয়োজনে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com