স্টাফ রিপোর্টার ॥ গত ১০ ডিসেম্বর হবিগঞ্জ শহরে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় চোখে গুলিবিদ্ধ হয়ে আহত সাংবাদিক নিরঞ্জন গোস্বামী শুভ এর বাসায় গিয়ে তার চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সদ্য কারামুক্ত বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি গতকাল শুক্রবার বিকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে শুভ এর বাসায় যান। তিনি শুভ’র চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, দৈনিক আজকের হবিগঞ্জের বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ পৌর বিএনপির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, বিএনপি নেতা শাহ আলম চৌধুরী মিন্টু, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফে রাব্বানী টিটু, আল আমিন সরদার প্রমূখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com