সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক
স্টাফ রিপোর্র্টার ॥ জেলা প্রশাসক জিলুফা সুলতানা বলেছেন, সাংবাদিকতার মাধ্যমে আমার কর্মজীবন শুরু হয়েছিল। আমি প্রিন্ট মিডিয়ায় কাজ করেছি। তখন সাংবাদিকতার অনেক মূল্যায়ন ছিল। আমি জাতীয় ভাবে পুরস্কারও পেয়েছি। সাংবাদিকতা পেশায় এসে নিজেকে চিনতে পেরেছি। হবিগঞ্জে যোগদানের পর থেকে বুঝতে পেরিছে যে আপনারা খুবই আন্তরিক। কারণ আপনারা বিগত দিনের দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক দেবী চন্দ স্যারকে বিদায় বেলা ফিল করেছেন। তাকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। এতে আপনাদের আন্তরিকতা রয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, হবিগঞ্জবাসীর জন্য অনেক কিছু করার আছে। চা শ্রমিকদের জন্য কিছু করতে চাই। সুতাং নদী বর্জ্যে দূষিত, খোয়াই নদী দখল, বিদ্যুতের লোডশেডিং ও শহরে যানজটসহ নানা সমস্যার কথা বলেছেন। আমি সকল সমস্যা সমাধানের চেষ্টা করবো। আমি সহজে কোন কিছু ছাড়বো না। চেষ্টা ছাড়া কোন কাজ ছেড়ে দেয়ার মত মানসিকতা আমার নেই। যদি কোন কাজে সফল না হই তাহলে বুঝে নিবেন আমি চেষ্টা করে ব্যর্থ হয়েছি। চোরাচালান এবং অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হবে। হবিগঞ্জবাসীর কল্যাণে, মানুষের কল্যাণে আমার যা যা প্রয়োজন তাই করবো।
তিনি আরও বলেন, আমি মনে করি, যে যেখানে বসবাস করে সেটি তার মা। আমি এখন হবিগঞ্জে বসবাস করছি, তাই আমার কাছে হবিগঞ্জ জেলাটি আমার মা। মায়ের সম্মানটুকু ধরে রাখতে হবে। এতে সকলের নাগরিক দায়িত্ব রয়েছে। আমরা যার যার জায়গা থেকে হবিগঞ্জের সম্মান ধরে রাখার চেষ্টা করবো। এতে সকল সাংবাদিকদের সহযোগিতা করতে হবে। তাহলে খুব সহজেই আমরা সফল হতে পারবো। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাদিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুন্নাহার শেফা, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, জেলা তথ্য অফিসার মোঃ আসাদুজ্জামান কাওছার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাভেল, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, মোঃ ফজলুর রহমান, শফিকুল আলম চৌধুরী, শোয়েব চৌধুরী, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, মোহাম্মদ নাহিজ, চৌধুরী মোঃ ফরিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ প্রমূখ।