আবুল কালাম আজাদ, চুনারুঘাট থেকে ॥ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি বলেছেন- আজ থেকে প্রশাসন ফ্রি। আপনাদের উপর কেউ প্রভাব খাটাতে পারবে না। কেউ রাজনৈতিক কোন প্রভাব খাটিয়ে কিছু করতে পারবে না। আমার মামা হোক, চাচা হোক বা আমার পিএস এপিএ হোক কেউ আপনাদের উপর প্রভাব খাটাবে না। আমি আপনাদের এনশিউর করে বলছি, প্রয়োজনে আমি এমপি পদ থেকে রিজাইন করবো, তারপরও কেউ প্রশাসনের উপর প্রভাব খাটাতে পারবে না। আমার কোন লোকের কারণে আপনারা আমাকে না জানিয়ে কিছু করতে যাবেন না। প্রশাসন ছাড়া আমাদের উপরে যাওয়ার কোন সুযোগ নেই। প্রশাসনকে আমি পুরো স্বাধীনতা দিচ্ছি। তিনি বৃহস্পতিবার সকালে চুনারুঘাট উপজেলা হলরুমে কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি বলেন, আমি সরকারের পাশাপাশি আমার নিজের টাকায় চুনারুঘাটে আরো ৫০টি ব্রীজ বানাতে চাই। তিনি চুনারুঘাট থানার ওসির উদ্দেশ্যে বলেন, আপনার বাড়ি মনে করে থানাকে পরিস্কার রাখবেন। কেউ কেউ থানায় বাড়িঘর বানিয়ে ফেলেছে, এটা যেন না হয়। তিনি চুনারুঘাটের সাতছড়ি ও রানীগাঁও সহ যেখানে ফাঁড়ি প্রয়োজন হয় তা করার আশ^াস দেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উদ্দ্যেশে তিনি বলেন, আগামী ৩ মাসের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা পরিবর্তন করবেন, যা যা সাপোর্ট লাগবে আমি দিব। ৩ মাসের মধ্যে এর পরিবর্তন না হলে আমরাই দায়িত্ব নিব। তিনি চুনারুঘাট উপজেলার কোন রাস্তায় আর গর্ত দেখতে চান না। দ্রুত তা ভরাট করার নির্দেশনা দেন উপজেলা প্রকৌশলীকে। এছাড়া তিনি বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদেরও নির্দেশনা দেন।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, পৌর মেয়র সাইফুল আলম রুবেল, সহকারি কমিশনার মাহবুবুর রহমান মাহবুব, ওসি হিল্লোল রায়সহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com