হবিগঞ্জ পৌরসভার অনুদান প্রদান অনুষ্ঠানে এমপি আবু জাহির
পৌরসভার টিম সার্বক্ষনিক মাঠে থাকবে ॥ মেয়র আতাউর রহমান সেলিম
হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেন- আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে শান্তিপূর্ণভাবে সকল ধর্মের উৎসব পালিত হয়। তিনি বলেন- আসন্ন দুর্গাপূজা উৎসবের নিরাপত্তায় থাকবে পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব। এছাড়াও মন্ডপে মন্ডপে থাকবে স্বেচ্ছসেবক। হবিগঞ্জ পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ শান্তিপূর্ণ পূজা উদযাপনে সক্রিয় ভূমিকা পালন করবেন। তিনি হবিগঞ্জ পৌর এলাকার ৩৫টি পূজা মন্ডপে হবিগঞ্জ পৌরসভার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। এমপি আবু জাহির পৌরসভার পূজা মন্ডপ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন- আপনারা মনের আনন্দে পূজা পালন করবেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকল ধর্মের মানুষ নিরাপদ। আওয়ামী লীগ সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আমারা বিশ্বাস করি যারা ধর্মীয় অনুশাসনে বিশ্বাস করে তারা কখনো অন্যায় কাজ করতে পারবে না। এমপি আবু জাহির বলেন- এবারের পূজাকে উৎসব মুখর করতে আলোক সজ্জা করবেন। পূজায় অবশ্যই আনন্দ করবেন। কিন্তু ডিজে বাজাবেন না। কারণ আপনাদের বাসায়ও অনেক সময় আপনার পরিবারের কোন সদস্য অসুস্থ থাকতে পারে। ডিজে বাজানোর ফলে অসুস্থ মানুষের অসুবিধা হতে পারে। ফলে এটি অশান্তির কারণ হতে পারে। হবিগঞ্জের প্রতিটি পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় রাখবেন এবং দুজন করে লোক রাখবেন দেখাশুনা করার জন্য। সবাইকে সজাগ থাকতে হবে যাতে কেউ পূজা উৎসবে কোন অশান্তি সৃষ্টি করতে না পারে।
সভাপতির বক্তব্যে মেয়র আতাউর রহমান সেলিম বলেন- শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর হয় সেজন্য পৌরসভার টিম সার্বক্ষনিক মাঠে থাকবে। ইতিমধ্যে পৌরসভার প্রতিটি মন্ডপকে কেন্দ্র করে তাদের কর্মসূচী চালিয়ে আসছে। পূজা উৎসব চলাকালীন আমরা সাবাই আপনাদের পাশে থাকবো। মঙ্গলবার বিকেলে শহরের পৌর টাউন হলে মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে সার্বজনীন ৩৫টি পূজা মন্ডপে পৌরসভার আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নলীনি কান্ত রায় নিরু, উপদেষ্টা অ্যাডভোকেট রঞ্জিত দত্ত, ডাঃ অসিত রঞ্জন দাশ, সাধারণ সম্পাদক শংখ শুভ্র রায় ও পৌর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তুষার মোদক। উপস্থিত ছিলেন সাবেক সভাপতি অ্যাডভোকেট অহিন্দ্র দত্ত চৌধুরী, উপদেষ্টা অ্যাডভোকেট নিতেন্দ্র সুত্রধর, সহ-সভাপতি অ্যাডভোকেট দেবাঞ্জন ভট্টাচার্য্য বাপু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক চন্দন, সাংগঠনিক সম্পাদক অমিয় ধর প্রমূখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-২, কাউন্সিলর ও পূজা উদযাপন পৌর শাখার সভাপতি গৌতম কুমার রায়। উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি পূজা মন্ডপ নেতৃবৃন্দের হাতে পৌরসভার উপহার প্রতি মন্ডপে ১৫ হাজার টাকা তুলে দেন।