নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্ত্তুজা হাসান অব্যাহত গণসংযোগ করে চলেছেন। গতকাল বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর বাজার, আজমিরীগঞ্জ উপজেলায় ঝিলুয়া বাজার, পাহাড়পুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এ সময় তিনি বলেন- বিগত উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছিলেন। দলীয় মনোনয়ন দেওয়ায় বিপুল ভোটে জনগণ আমাকে আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আজমিরীগঞ্জ উপজেলায় আমিই প্রথম দলীয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই আজমিরীগঞ্জের উন্নয়নের পাশাপাশি আওয়ামীলীগের দলীয় কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহন করছি। উপজেলা ও জেলায় দলের প্রতিটি কর্মসূচিতে নিয়মিত অংশ গ্রহন করে আসছি। তিনি আরো বলেন- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর দেশে উন্নয়ন কর্মকান্ড শুরু করেছিলেন। এর ধারাবাহিকতা এখনো অব্যাহত রয়েছে। বানিয়াচং-আজমিরীগঞ্জে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই আবারও নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় নিতে আসতে হবে। বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকায় জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে উন্নয়ন কর্মকান্ডে আমিও অংশ নিতে চাই। তিনি বলেন- যেহেতু স্বাধীনতার পরবর্তী সময়ে আজমিরীগঞ্জ থেকে আওয়ামীলীগ এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হয়নি। এবার দাবি উঠেছে আজমিরীগঞ্জ উপজেলা থেকে যেন এমপি পদে আওয়ামীলীগের প্রার্থী দেওয়া হয়। আমি আজমিরীগঞ্জের একক প্রার্থী হিসেবে আশাবাদী জননেত্রী শেখ হাসিনা আমাকে এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন দেবেন। আর দলীয় মনোনয়ন পেলে ইনশাল্লাহ আমি এমপি নির্বাচিত হব। তিনি আরো বলেন- বিগত বন্যা ও করোনাকালীন সময়ে দরিদ্র অসহায় মানুষের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। করোনার সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে নিজেও করোনায় আক্রান্ত হয়েছি। তারপরও জনগণের পাশে থেকেছি এবং আজীবন জনগণের পাশে থাকবো। গণসংযোগকালে তিনি সকলের দোয়া, আশির্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন ও নৌকা মার্কায় ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এ সময় সাথে ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হীরেন্দ্র পুরকায়স্থ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হিফজুর রহমান, আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজিউর রহমান গাজিসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com